হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার চীনা নাগরিকের করোনা পজিটিভ হওয়ায় তাদেরকে ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ।
তিনি বলেন, আনুমানিক বিকেল ৩টা নাগাদ চীন থেকে আসা চার জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।