টলিউড সুপারস্টার দেব। অভিনেতার পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো তিনি একজন সাংসদ। ২৫ ডিসেম্বর এই সাংসদ-অভিনেতার জন্মদিন। আগের মতো জন্মদিনের উচ্ছ্বাস কাজ না করলেও পরিবারের পুরোটা আবেগ তাকে ঘিরে। সেটাকে তিনি সম্মানও করেন। তাইতো জন্মদিনের প্রথম প্রহরে নিজের নতুন বাড়িতে পরিবারের সঙ্গে কেক কাটলেন।
জন্মদিন উপলক্ষে অঘোষিত নিয়ম হয়ে ধরা দিয়েছে নিজের রেস্তোরাঁয় মধ্যরাতে জমিয়ে উদ্যাপন। সেখানে রাতভর চলে খাওয়াদাওয়া, হই হুল্লোড়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। সেখানে নায়কের সঙ্গে উপস্থিত থাকেন কাছের মানুষজনেরা।