পূর্বাচলে স্থায়ী বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার প্রবেশদ্বার মেট্রো রেল ও মেট্রো রেল স্টেশনের মতো করে তৈরি করা হচ্ছে। এরই মধ্যে মেলার ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
মেলা প্রাঙ্গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতি, অর্থনৈতিক অঞ্চল, শিশু পার্ক, সরকারের ফার্স্ট ট্রাক প্রকল্প ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে সাজানো হবে। এ বিষয়ে ইফতেখার আহমেদ বলেন, পয়লা জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে মেলার উদ্বোধন করবেন। মেলার প্রবেশদ্বারের প্রতি সবার আকর্ষণ থাকে। তাই কিছুটা ভিন্নতা আনতে এমন আয়োজন। মেলা শুরুর আগেই সব কাজ শেষ হয়ে যাবে।