পোশাকের সঙ্গে স্টাইলিশ জুতার ব্যবহার সহজেই যে কাউকে আকর্ষণীয় করে তোলে। এমনটাই বললেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ শোভন সাহা।
শীতে বিয়ে, পার্টি, জন্মদিন, বউভাতে যেমন দরকার স্টাইলিশ জুতা আবার প্রতিদিনের অফিসেও দরকার শীত উপযোগী জুতা। সকালের হাঁটাহাঁটি বা ব্যায়ামের জন্য দরকার আবার আলাদা জুতা।