বড়দিনে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান। রোববারের (২৫ ডিসেম্বর) বিস্ফোরণে দেশটির পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন। খবর দ্য ডেইলি ডনের।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে এ বিস্ফোরণ ঘটে।
অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন আহত হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।