এলপিএল জিতে ব্রাভোকে তাড়া করছেন মালিক

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২২:৪১

বয়স ৪০ পেরোলেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন শোয়েব মালিক। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলে বেড়াচ্ছেন। এবার ডোয়াইন ব্রাভোর একটা রেকর্ডকে তাড়া করছেন পাকিস্তানি এই ব্যাটার।


প্রেমাদাসায় গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে মুখোমুখি হয় জাফনা কিংস ও কলম্বো স্টার্স। টস হেরে আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল আগে ২ উইকেটের জয় পায় জাফনা। জাফনার এই শিরোপা জয়ের সঙ্গে ক্যারিয়ারের ১৫ তম টি-টোয়েন্টি শিরোপা জিতলেন মালিক। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রফি হাতে ভিডিও পোস্ট করে পাকিস্তানি এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি।’ 


টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৬টি শিরোপা জিতেছেন ব্রাভো। ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসাবেন মালিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us