গ্যালাক্সি এস২৩–এর ফাঁস হওয়া যত তথ্য

আজকের পত্রিকা প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২২:৩৮

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির আগে উন্মোচন করার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে ডিভাইসগুলো সম্পর্কে প্রচুর গুজব এবং তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ হ্যান্ডসেটগুলোর সিগনেচার রং, ছবি এবং উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে অনলাইনে।


টেক রাডারের এক প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস ২৩–এর সিগনেচার রং হতে যাচ্ছে লাইট গোল্ড অথবা পিংক গোল্ড। গ্যালাক্সি এস ২৩ প্লাস–এর গোলাপি এবং এস ২৩ আল্ট্রাতে সিগনেচার রং হচ্ছে সবুজ। এগুলোকে সিগনেচার রং বলা হয় কারণ এ রংগুলোই প্রধানত ফোনগুলোর বিপণন এবং প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়। নতুনত্ব বজায় রাখতে প্রতি বছর ভিন্ন রং ব্যবহার করা হয়। স্যামসাংয়ের প্রচলিত রংগুলোতেও স্মার্টফোনের সংস্করণ আসে তবে এই সিগনেচার রংগুলোই থাকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us