মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিংয়ে মেকআপ কক্ষ থেকে শনিবার অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ উদ্ধারের একদিন পর আরেক অভিনেত্রীর মৃত্যুর খবর এলো।
এবার মারা গেলেন বর্ষিয়ান অভিনেত্রী রাজিতা কোচার। তিনিও ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় মুখ। শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর ।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন রাজিতা। এর আগে গত সেপ্টেম্বরে ব্রেন স্ট্রোক করেছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম 'এই সময়' জানায়, গত ২০ ডিসেম্বর হঠাৎ পেট ব্যথা শুরু হয় রাজিতার। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হয়। আস্তে আস্তে বিকল হতে শুরু করে রাজিতার শরীরের বিভিন্ন অঙ্গ। অতঃপর শুক্রবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।