সংকট উত্তরণে সরকারের পতন ঘটাতে হবে: খন্দকার মোশাররফ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫০

দেশের সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ মন্তব্য করেন।


ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা হয়। গত বছরের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।


খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সারা দেশে মানুষের আজকে মনের কথা হচ্ছে- গণতন্ত্র পুনরুদ্ধার, এ দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনীতি পুনরুদ্ধার। রাজনীতি-সামাজিক-অর্থনীতি-বিচারব্যবস্থা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। ’


খন্দকার মোশাররফ বলেন, ‘সারা দেশের জনগণের বার্তাকে আমরা একত্রিত করে ১০ দফা দাবি উত্থাপন করেছি। এই সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ইত্যাদি। এই ১০ দফার একটাই উদ্দেশ্য- এই সরকারের হাত থেকে দেশের মানুষকে উদ্ধার করা। ’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us