জাহালমের সেই ৩৩ মামলার চার্জশিট কতদূর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:২৮

অপরাধ না করেও আসামি হয়ে তিন বছর কারাভোগ করা আলোচিত সেই জাহালমের মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন (মামলা থেকে অব্যাহতি) এখনো দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সর্বশেষ ৩০ ডিসেম্বরের মধ্যে ৩৩ মামলার তদন্ত শেষ করতে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসরণ করে শিগগিরই চার্জশিট কমিশনে দাখিল করতে যাচ্ছে ৯ সদস্যের তদন্ত টিম।


একইসঙ্গে এসব মামলায় অধিকতর তদন্তে পলাতক মূল আসামি আবু সালেকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চার্জশিটে তাদের আসামি করা হচ্ছে। যদিও অনেক খোঁজাখুঁজির পরও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন আবু সালেক। দুদকের খাতায় এখনো পলাতক তিনি। বিভিন্ন সূত্রানুসারে সালেক ভারত কিংবা নেপালে রয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে নাম প্রকাশ না করে একজন তদন্ত কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘মামলাগুলোর অধিকতর তদন্ত রিপোর্ট জমা দিতে কমিশন আমাদেরকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দেব। তদন্ত কাজ শেষ পর্যায়ে। যেখানে আবু সালেকসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তা ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us