শুটিং সেট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২০:৫৭

ভারতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।


কীভাবে মারা গেছেন তুনিশা সে বিষয়ে এখনো ধারণা পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার কোনো সমস্যা চলছিল কি না সে বিষয়েও কোনো খবর এখনো পাওয়া যায়নি।


শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দায়ও বহুবার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল ছিল। তাই ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তার চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ ছবিতে এই ধরনের চরিত্রে দেখা গেছে তাকে। এর পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি।


শনিবার তুনিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুম্বাইয়ের ছোটপর্দার জগতে রীতিমতো শোকের ছায়া নেমে আসে। এদিন তার মেকআপ রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us