কতভাবে মরতে চান?

জাগো নিউজ ২৪ ড. মাহবুব হাসান প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১০:০৩

‘আপনি, আপনারা কোন পথে মৃত্যু চান আজই ঠিক করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যদি স্বীকার করে কেউ তারাই ওই সব উপকরণের মৌলিক ও একমাত্র উৎপাদক এবং এজেন্ট) কাছে নিবন্ধিত হোন মৃত্যুর পরোয়ানা চেয়ে। ঢাকাকে আমরা মৃত্যুর একটি অনন্য ফাঁদ হিসেবেও গণ্য করতে পারি।’


এই কথাগুলো লিখেছিলাম কয়েক মাস আগে। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বায়ুদূষণের বিরুদ্ধে তৈরি হয়েছিল ওই লেখা। আমরা কীভাবে মরতে চাই, সেই সিদ্ধান্ত আমাদের, একান্তই ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল। তবে, ব্যক্তির ওপর সমষ্টির চাপ ও উদ্যোগ আছে। তারা রাজনৈতিকভাবে চাপ দিতে পারেন, যা সমষ্টিগত উদ্যোগ। এই যে এখন ক্ষমতাসীন সরকার ও তার রাজনৈতিক দল প্রতিদিনই মহানগর ঢাকার রাজপথে জনগণের চলাচলের পথ দখল করে মিছিল করছেন, যা মানুষের যাতায়াতকে অচল করছে বিজয় উৎসব উদযাপন করতে গিয়ে, তাতে যে জ্যামের সৃষ্টি হচ্ছে, পথচারী ও যানবাহনের ওপর চাপ সৃষ্টির ফলে নাকাল হচ্ছে জনজীবন, এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। যদিও এসব নিয়ে সরকারেরই দায় সবচেয়ে বেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us