মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- গাংনীর বালিয়াঘাট গ্রামের রেজাউল হকের ছেলে রাসেল (৩২) ও সহড়াবাড়িয়া গ্রামের সের আলীর ছেলে হুমায়ুন কবীর (৩৩)।
বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাসেল ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন। জামিনে গিয়ে তিনি পলাতক। ওই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। অপরদিকে হুমায়ুন কবীরের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।