যারাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:২৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে দল বা যারাই অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম–কানুন মেনে রাজনীতি করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।


আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়েরও উদ্বোধন করেন।


প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায়ই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা তাঁদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সে যে-ই হোক; আইনগত ব্যবস্থা নিব ও নিচ্ছি। যারাই রাজনীতি করবে, তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাদের জবাব দিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us