পাকিস্তানের বান্নুতে অবরুদ্ধ কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সেন্টারে জিম্মি উদ্ধারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। আজ মঙ্গলবার এ অভিযান শুরু হয়। তিন দিন আগে সেন্টারটি অবরুদ্ধ করে কর্মকর্তাদের জিম্মি করেন নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। খবর ডনের
সিটিডি সেন্টার ভবনটি মূলত একটি কারাগারবিশেষ। গ্রেপ্তার জঙ্গিদের এখানে রাখা হয়। বন্দী থাকা জঙ্গিরা গত রোববার দিনের শেষ দিকে কারা ভবনটির নিয়ন্ত্রণ নেন। তাঁরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক সদস্যকে জিম্মি করেন। জঙ্গিরা নিরাপদে আফগানিস্তানে যাওয়ার দাবি করেছেন।