You have reached your daily news limit

Please log in to continue


স্বামী মাছ ধরায় আসক্ত, তাই বিবাহবিচ্ছেদ

মাছ ধরতে পছন্দ করেন তিনি। বেশির ভাগ সময় মাছ ধরার পেছনে ব্যয় হয় তাঁর। তাই সংসারে দেখা দিয়েছে অশান্তি। পরিবারে সময় না দেওয়ায় স্ত্রী তাঁর সঙ্গে আর সংসার করতে চান না। বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে। আইনি প্রক্রিয়া যখন শুরু হয়, তখনো সেখানে যাননি তিনি। ওই সময়ও ব্যস্ত ছিলেন মাছ ধরায়।

ঘটনাটি চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের। ওই ব্যক্তির ডাকনাম সান আর তাঁর স্ত্রী ঝাং। ১০ বছরের সংসারজীবন তাঁদের। আদালতে করা আবেদনে ঝাং জানিয়েছেন, ১০ বছরের সংসারজীবনে সান তাঁকে খুব কম সময় দিয়েছেন। এমনকি সন্তানদেরও সময় দেন না তাঁর স্বামী। সানের একমাত্র ধ্যানজ্ঞান মাছ ধরা। মাছ ধরার পেছনে নিজের বেশির ভাগ সময় ব্যয় করেন তিনি। সংসার, স্ত্রী–সন্তানের প্রতি ভীষণ উদাসীন সান।

এসব অভিযোগ তুলে সানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাং। গতকাল সোমবার যখন আদালতে সান ও ঝাংয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন সেখানে ঝাং একাই উপস্থিত হন। ছিলেন না সান। জানা যায়, তিনি মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে শুনানির সময় পর্যন্ত ভুলে গেছেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি আদালতে হাজির হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন