ডিএনসিসি: জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা যাচ্ছে দোরগোড়ায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১০:০৫

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা যাতে ওয়ার্ড পর্যায়ে মেলে, সেই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।


সেই লক্ষ্যে ওয়ার্ড সচিবের অনুকূলে ইউজার আইডি ও পাসওয়ার্ড চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে চিঠি দিয়েছে সিটি কর্তৃপক্ষ। তাতে সায় আছে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়েরও।


মঙ্গলবার বিষয়টি নিয়ে সংস্থা দুটি বৈঠক করবে, সব প্রস্তুতি সারা হলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে।


এখন ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর মধ্যে ছয়টি আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়। উত্তর সিটির নতুন চারটি আঞ্চলিক কার্যালয় ৭, ৮, ৯ ও ১০-এ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নেই।


জন্ম ও মৃত্যু নিবন্ধন পেতে নাগরিকদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। ওয়ার্ড পর্যায়ে এই সেবা দেওয়া গেলে দুর্ভোগ কমবে জানিয়ে দীর্ঘদিন থেকে এ কার্যক্রমটি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন কাউন্সিলররা। গত ২৭ অক্টোবর উত্তর সিটির ১৭তম বোর্ড সভায় বিষয়টি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৭ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us