রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিন আবেদন তৃতীয়বারের মত নাকচ হয়ে গেছে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সোমবার শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবীরা জানান।
আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আসামিদের জামিন চেয়ে বলেন, “শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর হৃদযন্ত্রে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে সিঙ্গাপুরের একটি হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
“আর আবদুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে আজ তিনি কারাগারে। তাদের অবদানের কারণেই আজ আমরা স্বাধীন দেশের বিচার বিভাগে শুনানি করতে পারছি।”