You have reached your daily news limit

Please log in to continue


ওটিটি প্ল্যাটফর্ম তৈরিতে এটুআইয়ের প্রতিযোগিতা শুরু

তরুণ প্রজন্মের জন্য শিক্ষা-তথ্য-বিনোদনভিত্তিক একটি উদ্ভাবনী ওটিটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে আইডিয়া প্রতিযোগিতা শুরু করেছে এটুআই। গতকাল এক ভার্চুয়াল আয়োজনে 'ওটিটি প্ল্যাটফর্ম ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২' শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু এবং এটুআইর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতার লক্ষ্য হলো এমন একটি ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম তৈরি, যাতে শিক্ষা, কৃষি, তথ্য, বিনোদনসহ বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন ও খাতভিত্তিক কনটেন্ট থাকবে। দেশীয় মূল্যবোধের প্রতি তরুণদের ইতিবাচক মানসিকতা তৈরিতেও এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশীয় উদ্ভাবকদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে আইডিয়া প্রস্তাবনা আকারে জমা দিতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত challenge.gov.bd ঠিকানায় পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন