আফগানিস্তানে তেলের ট্যাংকারে আগুন, নিহত ১৯

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪১

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি জ্বালানি তেলের ট্যাংকারবাহী টানেলে আগুন লেগে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। 


জ্বালানি টানেলটি ‘সালং টানেল’ নামে পরিচিত। এটি পারওয়ান ও বাঘলান প্রদেশের ভেতর দিয়ে গেছে। ১৯৬০ সালে নির্মিত এ টানেলটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬৭ কিলোমিটার। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি টানেল। 


পারওয়ান প্রদেশের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম সিএনএনকে বলেছেন, ‘শনিবার রাতে সলং টানেলে জ্বালানি ট্যাংকারটিতে আগুন লাগে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us