লেনদেন কিছুটা বাড়লেও সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় আগের দিনের মতোই এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৪১ পয়েন্ট। এর ফলে বুধ, বৃহস্পতি, রোব ও সোমবার টানা চার কর্মদিবস দরপতন হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও দরপতন হতে পারে এই ভয়ে ও আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে শেয়ার কেনার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি। এ কারণে বাজারে লেনদেন কম হচ্ছে।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩২৫টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৯ লাখ ১০ হাজার ৮৪ টি শেয়ার কেনা-বেচা হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে দাম বেড়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আর অপরিবর্তিত রয়েছে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।