সমন্বিত মশক ব্যবস্থাপনা জরুরি

কালের কণ্ঠ কবিরুল বাশার প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৫

বিশ্বের বেশির ভাগ দেশেই ক্ষুদ্র পতঙ্গ মশা দেখা যায়। বিশ্বব্যাপী তিন হাজার ৫০০ প্রজাতির বেশি মশা পাওয়া যায়। বাংলাদেশে ১২৬ প্রজাতির মশার রেকর্ড রয়েছে। তার মধ্যে বর্তমানে ঢাকায় প্রায় ১৪ প্রজাতির মশা পাওয়া যায়।


এগুলোর মধ্যে কিউলেক্স, এডিস, এনোফিলিস, আর্মিজেরিস, ম্যানসোনিয়া ও টস্কোরিনকাইটিস অন্যতম। সব মশা মানুষ বা প্রাণীকে কামড়ায় না। কিছু মশা উদ্ভিদ বা ফলের রস খেয়ে জীবনযাপন করে। মশার ডিম পরস্ফুিটনের জন্য রক্তের প্রোটিনের প্রয়োজন, তাই শুধু স্ত্রী মশা তার পেটে ডিম আসা অবস্থায় রক্ত পান করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us