ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে রবিবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা একটি বহরে ভ্রমণ করছিলেন বলে জানা গেছে। দেশটির নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
কিরকুকের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাফরা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। এ সময় অন্য দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
এদিকে একজন ফেডারেল পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর ‘ছোট অস্ত্র দিয়ে সরাসরি আক্রমণ’ করা হয়।
এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসআইএল (আইএসআইএস) জঙ্গিরা ওই এলাকায় সক্রিয় রয়েছে।