You have reached your daily news limit

Please log in to continue


নারী নীতি বাতিলসহ ১৩ দফা দাবিতে ‘এখনো অনড়’ হেফাজতে ইসলাম

বাংলাদেশে নাস্তিকতা বিরোধী ব্লাসফেমি আইন পাস, নারী নীতি ও শিক্ষা নীতি বাতিলসহ ‘কোরআন-সুন্নাহভিত্তিক’ রাষ্ট্রব্যবস্থার যে ১৩ দফা দিয়েছিল হেফাজতে ইসলাম, নয় বছর পরও তা থেকে সরে আসেনি ধর্মভিত্তিক সংগঠনটি। 

আজ শনিবার রাজধানীর গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য এক সংবাদ সম্মেলনে সেই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন হেফাজতের নেতারা।

হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘১৩ দফা হেফাজতের ঘোষিত এজেন্ডা। এর বাস্তবায়নের জন্য হেফাজত অতীতেও কাজ করে গেছে, আগামীতেও করবে।’ 

২০১৩ সালের ৫ এপ্রিল শাপলা চত্বরের সমাবেশ ঘিরে যে ১৩ দফা দাবি তুলেছিল, তা নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এসব দফার মধ্যে ইসলাম অবমাননা ও কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন, দেশে ভাস্কর্য স্থাপন নিষিদ্ধ, নারী নীতি ও শিক্ষানীতি বাতিলের দাবি ছিল উল্লেখযোগ্য। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন