নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি।
সকালে উপজেলার গাউছিয়া ডরগাঁও গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হল: মোঃ জাহিদ, স্ত্রী রুমা আক্তার, মেয়ে লাবনী ও ছেলে ইয়াছিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালালে হঠাৎ আগুন লেগে তারা দগ্ধ হন। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগেছে।
বিষয়টি নিশ্চিত করে, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়। জাহিদ ২৯% শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩% শতাংশ, মেয়ে লাবনী ২২% শতাংশ ও ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা বার্ণ ইউনিটে ভর্তি আছে।