অস্বস্তিকর সেশন পার করলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১৪:৪২

প্রথম টেস্টে ৫১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে জাকির হাসান ও নাজমুল হোসেনের ওপেনিং জুটি ভালো মতোই লড়ে যাচ্ছিল। আগের দিনের সঙ্গে আজকের দিন মিলিয়ে দুই ওপেনার পাক্কা ১৮০ মিনিট ব্যাটিং করেছেন। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে ফিরতেই ভেঙে পড়েছে বাংলাদেশের প্রতিরোধ। শান্ত ও লিটন দুইজনেই বাজে শটে আউট হয়েছেন। ডিফেন্স করতে গিয়ে ইয়াসির নিজেও যেভাবে আউট হয়েছেন; তাতে নিজের দায় এড়াতে পারবেন না কোনওভাবেই। সবমিলিয়ে দ্বিতীয় সেশনটি অস্বস্তি নিয়েই স্বাগতিকরা পার করেছে। চায়ের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ৩ উইকেটে ১৭৬।


লাঞ্চ থেকে ফিরে ১২ রানের মধ্যেই দ্রুত ২ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের। সেখান থেকে জাকির-লিটন মিলে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। লিটনকে অবশ্য ভীষণ অস্বস্তি নিয়ে ব্যাট করতে দেখা গেছে। ৫৩তম ওভারে উমেশ যাদবের বলে শূন্য রানেও জীবনও পেয়েছেন। ভারত আবেদন না করায় বিপদে পড়তে হয়নি। কিন্তু রিভিউতে দেখা গেছে ওভারের পঞ্চম বলটি লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার ঋষভ পান্তের গ্লাভসে। দ্বিতীয় জীবন পেয়েও লিটনকে স্বস্তিতে দেখা যায়নি। চা বিরতির তিন ওভার আগে লিটনকে ফাঁদে ফেলে আউট করে ভারতীয় দল। লংঅনে ফিল্ডার রেখে কুলদীপ বেশ কিছুক্ষণ ধরেই লিটনকে আউট করার চেষ্টা করছিলেন। ৬৯তম ওভারের চতুর্থ বলে সেই ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৫৯ বলে ২ চারে লিটন আউট হন ১৯ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us