শীতে রাঙামাটি ও সাজেক ভ্যালি ভ্রমণে যা যা দেখবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১৩:১০

ইমন ইসলাম বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়। এসব কর্মকাণ্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম। শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের পড়াশুনার একঘেয়েমিতা থেকে মুক্তি দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ শিক্ষা সফরের আয়জন করে।


শিক্ষা সফের স্থান নির্ধারন করা হয় দেশের বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেক ও মেঘ পাহাড়ের রাজ্যে সাজেক ভ্যালি। তখন রাত ৮টা। একে একে মুরাদ চত্বরের সামনে জড়ো হচ্ছি সবাই। গন্তব্য রাঙামাটি। রাত ৯টায় বাস ছেড়ে দিল। স্বপ্নভ্রমণের যাত্রা এখান থেকেই হলো শুরু। বাস ছাড়তেই হু হু করে হিমশীতল বাতাস বইতে শুরু করলো শীতের মাত্রা বাড়তে থাকায় শীতের পোষাক জড়িয়ে আমরা নিজ নিজ আসনে ঘুমিয়েই রাত পার করলাম। ঘুম থেকে উঠে শুনলাম রাঙামাটি শহর আর মাত্র আধা ঘণ্টার পথ। রাঙামাটি পৌঁছাতে পৌঁছাতে ভোর সাড়ে ৬টা বেজে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us