You have reached your daily news limit

Please log in to continue


উন্নত সেমিকন্ডাক্টর তৈরিতে স্যামসাংয়ের নতুন দল

নতুন চিপের ডিজাইন তৈরি ও উৎপাদন কার্যক্রম শুরু করতে আলাদা দল তৈরি করেছে স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেস। ব্যবসায়িক কার্যক্রমের অভ্যন্তরেই প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন প্রসেসর সলিউশন ডেভেলপমেন্ট দল তৈরি করেছে। খবর আইএএনএস।

দি ইলেকের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চই উন-জুন দলটি পরিচালনা করবেন। চলতি মাসের শুরুতে স্যামসাং বার্ষিক পুনর্গঠনের সময় তাকে এমএক্স ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করে। স্যামসাং সিস্টেম এলএসআইতেও একই পদ রয়েছে। এখানে এক্সিনোজ চিপ ডিজাইন করা হয়। আর এমএক্স গ্যালাক্সি স্মার্টফোনে এ চিপ ব্যবহার করে।

বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এমএক্স বিজনেস নতুন দল তৈরি করছে। হয়তো দলটি গ্যালাক্সিসহ অন্যান্য সিরিজে ব্যবহূত এক্সিনোজ চিপের উন্নয়নে অথবা ভবিষ্যতের জন্য আরো উন্নত চিপ তৈরিতে কাজ করবে। ২০১৬ সালে চই উন-জুন কোয়ালকম থেকে স্যামসাংয়ের মোবাইল বিজনেসে যুক্ত হয়। তাকে ওয়্যারলেস চিপসেট বিশেষজ্ঞ খেতাবও দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন