বিজয় দিবসে কয়রায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ‘মহড়া’

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১২:৪২

অভিযোগ-পাল্টা অভিযোগ আর ঘরোয়া সভা ছেড়ে এবার রাজপথে প্রকাশ্যেই নিজেদের কোন্দল প্রকাশ করল খুলনার কয়রা উপজেলা বিএনপির দুটি পক্ষ। আজ শুক্রবার মহান বিজয় দিবসে উপজেলা বিএনপির দুটি পক্ষ পাল্টাপাল্টি মহড়া দিয়েছে।


আজ সকাল সাতটার দিকে কয়রা আদালত ভবন–সংলগ্ন এলাকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন নেতৃত্বে নেতা-কর্মীরা জড়ো হন। একই সময়ে উপজেলা পরিষদ–সংলগ্ন এলাকার অপর যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা ছোট ছোট দলে এসে জমায়েত হতে থাকে। পরে দুই পক্ষ আলাদাভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।


এরপর দুই পক্ষের নেতা-কর্মীরা আলাদাভাবে কয়রা সদরে মহড়া দেন। যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বে মহড়ায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলা বক্স, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুরুল আলম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মোতাছিম বিল্লাহ, শ্রমিক দলের আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর তৌহিদ প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us