শেষ রক্ষা হলো না বাংলাদেশের। সত্য হলো ফলোঅনের শঙ্কা। প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের বিপরীতে ১৫০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। অর্ধশতক তো দুরের কথা, ৩০ রানের গণ্ডিও পাড়ি দিতে পারেনি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৮ এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব।
৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন ৩৩ রানে অপরাজিত থাকা মিরাজ-এবাদতের নবম উইকেট জুটি এইদিন যোগ করে আরো ১১ রান। এবাদত ১৭ করে ফিরে গেলে ভাঙে তাদের ৪৪ রানের জুটি৷ এরপর খালেদ আহমেদকে নিয়ে মাত্র ৬ রান যোগ করেই অলআউট হয় বাংলাদেশ।