কেন মরিবার হ'ল তার সাধ?

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩৩

বুয়েটের শিক্ষার্থী ফারদিন 'খুন হননি, আত্মহত্যা করেছেন'- এই সংবাদ পাঠের পরে জীবনানন্দ দাশের 'আট বছর আগের একদিন' কবিতার কথাই মনে পড়ল; যেখানে আছে- 'কাল রাতে- ফাল্কগ্দুনের রাতের আঁধারে/ যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ/ মরিবার হ'ল তার সাধ।' ফারদিন খুন হয়েছেন, নাকি আত্মহত্যা করেছেন, তা নিয়ে অনেকে কৌতূহলী এমনকি 'আসল খবর' জানতে 'উৎসাহী' হলেও ঘটনাটি হত্যা, দুর্ঘটনা না আত্মহত্যা- এই সুরাহা এখনও হয়নি। দিনটি ছিল ৪ নভেম্বর, ২০২২।


রাজধানীর রামপুরা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় যান বুয়েটছাত্র ফারদিন নুর পরশ। নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ফারদিনের বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে 'হত্যা করে লাশ গুম' করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেছিলেন ফারদিনের বাবা নুর উদ্দিন রানা। ওই মামলার ভিত্তিতে গত ১০ নভেম্বর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। বুশরা এখনও কারাগারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us