করোনাজনিত অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করছে তার জের বাংলাদেশেও পড়েছে।
দেশের ভেতরেও কারও কারও দায়িত্বহীন অপপ্রচারে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর মধ্যেই এসেছে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস। তবে এতসব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষ আশাবাদীই থাকছেন। সংকট মোকাবিলার দৃঢ়প্রত্যয় নিয়ে আমরা উদ্যাপন করছি ভিন্ন এক বিজয় দিবস।
আমদানিজনিত মূল্যস্ফীতি সামাল দিতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করতে হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুরক্ষা নিশ্চিত করতে এর বিকল্প নেই। সরকার ও দেশের কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি সামাল দিতে নানারকম সুবিবেচনাভিত্তিক উদ্যোগ নিচ্ছে। এর কিছু কিছু সুফল দেখতে পাচ্ছি। সামনে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। মুক্তবাজার অর্থনীতির এ যুগে বাজারভিত্তিক সমাধানের দিকে হাঁটাই কাম্য।