বিজয় : ইতিবৃত্ত ও মর্মার্থ

কালের কণ্ঠ সৈয়দ আনোয়ার হোসেন প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১০:১১

১৯৪৬-এর এপ্রিল মাসে মাওলানা আবুল কালাম আজাদ লাহোরের উর্দু পত্রিকা ‘চাত্তান’-এর সাংবাদিক শোরিস কাশ্মীরিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি বলেছিলেন, জিন্নাহ বাঙালির ইতিহাস জানে না; বাঙালিরা বেশিদিন বিদেশি শাসন পছন্দ করে না। কাজেই তারা পাকিস্তানের সঙ্গে একসময় থাকবে না। বাঙালি থাকেনি; ১৯৭১ সালে বাঙালি স্বাধীন হয়েছিল।


তবে ১৯৪৭ সালে পাকিস্তানের সঙ্গে জোড় বাঁধা হলেও বাঙালির স্বতন্ত্র ও স্বাধীন হওয়ার প্রক্রিয়া সূচিত হয় ১৯৪৭ থেকেই। ওই বছর আগস্ট মাসে পাকিস্তান হয়ে গেলে তখনই কলকাতায় সিরাজউদ্দৌলা হোস্টেলে কিছু সতীর্থকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ওই মাউরাদের সাথে বেশিদিন থাকা যাবে না। ’ বাঙালি বেশিদিন পাকিস্তানের সঙ্গে থাকেনি; ছিল ২৪ বছর চার মাস তিন দিন। ১৯৫৩ সালে শেরেবাংলা বললেন, ‘Leave East Pakistan to work out its own destiny.’  ১৯৫৭ সালে মওলানা ভাসানী ন্যাপ গঠন করার সময়ে পাকিস্তানকে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন, ‘আস্সালামু আলায়কুম। ’ ১৯৬১-তে এক গোপন বৈঠকে বঙ্গবন্ধু কমরেড মণি সিংহ এবং কমরেড খোকা রায়কে জানিয়েছিলেন, বাঙালির স্বাধীনতার প্রশ্নে তিনি কোনো আপস করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us