দেশে রেমিট্যান্স পাঠানোয় সব সময় শীর্ষ অবস্থানে ছিল সৌদি আরব। এবার দেশটিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক গিয়েছেন সৌদি আরবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র শীর্ষে যাওয়ায় শীর্ষ তিনে চলে গেছে সংযুক্ত আরব আমিরাত।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রতিবেদন ও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
সাধারণত, প্রবাসী শ্রমিক বা রেমিট্যান্সের প্রসঙ্গ এলে কখনও যুক্তরাষ্ট্রের নাম আসে না। সবার সামনে আসে সৌদি আরবের নাম। কারণ, বাংলাদেশি প্রবাসীদের প্রায় ৬০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছিল। কিন্তু অবৈধ পথে টাকা পাঠানোর সুযোগ বেড়ে যাওয়ায় এবার মধ্যপ্রাচ্যের এই দেশটি যুক্তরাষ্ট্রের পেছনে চলে গেল।