বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার নজিরবিহীন ধর্মঘট পালন করেছেন যুক্তরাজ্যের এক লাখের বেশি নার্স। তারা দেশের নার্সদের অন্যতম প্রধান সমিতি রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন) ইউনিয়নের সদস্য। আরসিএন-এর ১০৬ বছরের ইতিহাসে এটিই প্রথম ধর্মঘট। দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেতন-ভাতা নিয়ে সরকারের সঙ্গে বিরোধের পর এই ধর্মঘট পালন করেন নার্সরা।
এরই মধ্যে বেতন-ভাতাসংক্রান্ত সরকারের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখান করেছে ইউনিয়ন। তবে ধর্মঘটের কারণে জীবনরক্ষাকারী জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হবে না বলে দাবি করেছে সমিতি। যুক্তরাজ্যের ৭৬টি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ধর্মঘট হয়। এর ফলে হাজার হাজার অস্ত্রোপচার এবং চিকিৎসকের সঙ্গে রোগীর সাক্ষাত বাতিল হয়ে যায়।