শরীরে বসেছে গর্ভনিরোধক যন্ত্র, জানতই না তারা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫০

বেবিয়ানে তখন ২১ বছরে পা রেখেছেন, ঠিক করেছেন শরীরে গর্ভনিরোধ কয়েল বসাবেন। কিন্তু তা বসাতে গিয়ে জানতে পারেন, তার শরীরে আগে থেকেই ওই কয়েল বসানো।


বেরিয়ানের মতো হাজার হাজার নারী তো বটেই, বাদ যায়নি কিশোরীরাও; তাদের অজান্তে তাদের গর্ভে বসানো হয়েছে গর্ভনিরোধ যন্ত্র।


গ্রিনল্যান্ডে ক্রমেই বাড়তে থাকা আদিবাসী জনসংখ্যা নিয়ন্ত্রণে ষাট ও সত্তরের দশকে ডেনমার্ক এক কর্মসূচির আওতায় তা করেছে।


তবে হালে ড্যানিশ সরকার ’কয়েল ক্যাম্পেইন’ নাম পরিচিতি পাওয়া এই ঘটনার স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে।


তদন্তে যেন আরও অগ্রগতি ঘটে, সবার এমন আহ্বানের মধ্যেই বিবিসি অনিচ্ছাকৃত এই জন্মনিয়ন্ত্রণ নিয়ে নারীদের মতামত সংগ্রহ করেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us