আমাদের সংস্কৃতির একটি বড় অংশজুড়ে রয়েছে পোশাক। দিবসভিত্তিক সাজ পোশাক এখন আধুনিক ফ্যাশন ট্রেন্ড। বছর শেষে সবার জন্য বিজয় দিবসও ব্যতিক্রম নয়। দিনটি ঘিরে সবার মনে নানা আনন্দ, আবেগ, হাসি-কান্না, ভালোবাসা ও গৌরব জেগে থাকে। আর এসব কিছু নানা শব্দে জায়গা করে নিয়েছে ডিজাইনারদের পোশাকে।
বাংলাদেশের লাল-সবুজ পতাকা এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করা। স্বাধীন দেশের নাগরিক হয়ে লাল-সবুজ রঙের পতাকার প্রতি আমাদের আবেগের কমতি নেই, বিশেষ করে ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে। দিনগুলো উৎসবও বটে। আর উৎসবে সাজ থাকবেই। দেশের জন্য তা ছুটির দিন। অফিস, স্কুল, কলেজ—সবকিছুই বন্ধ। তবুও এসব দিন কেন্দ্র করে অনেকেই নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকেন। আর এ জন্য বেছে নেন লাল-সবুজের মধ্যে পোশাকগুলো।