অর্থনৈতিক উন্নয়ন ও নগরায়ণের ইতিবাচক সম্পর্ক ঐতিহাসিকভাবে বা কাল ও ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সুপ্রতিষ্ঠিত। এর অর্থ ভৌগোলিক অবস্থান ও কালনির্বিশেষে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির সঙ্গে নগরায়ণও বৃদ্ধি পায়। এ সম্পর্কের গুরুত্ব এখানে যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ করে জীবনধারণের মানোন্নয়নে ও ব্যক্তিস্বাধীনতা প্রসারে নগর ও নগরায়ণের ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত।
এ সত্ত্বেও নগরায়ণ কোনো অমিশ্র আশীর্বাদ নয়। বড় দাগে সমস্যাসমূহ তিন ধরনের—অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি, মানব বসতির ধরনে অ-টেকসই পরিবর্তন ও জীবনের জন্য হুমকি হয়ে ওঠার মতো পরিবেশগত অবনতি। নগরায়ণ যেকোনো অমিশ্র আশীর্বাদ নয় তা বাংলাদেশে বিশেষভাবে দৃশ্যমান।