টুইটারে অ্যাকাউন্ট ভেরিভায়েড করতে এখন ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হচ্ছে। ইলন মাস্কের মালিকানায় এখন বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। তবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে টুইটার যাওয়ার পর থেকে একের পর এক দুঃসংবাদ আসছে। প্রথমে কর্মী ছাঁটাই এরপর আসে সাবস্ক্রিপশনের খবর।
বিনামূল্যে ব্লু টিকের ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারের ইতি টেনেছেন ইলন মাস্ক। তবে এখন টুইটারে দেখা যাচ্ছে নীল, সোনালি ও ধূসর টিক। আগে ভেরিফায়েড অ্যাকাউন্টে শুধু নীল টিক ছিল, কিন্তু এখন তার মধ্য়ে কিছু অ্যাকাউন্ট এরই মধ্য়ে সোনালি হয়ে গিয়েছে।