বুয়েটছাত্র ফারদিন নূর পরশ শীতলক্ষ্যা নদীর পাড়ে চনপাড়ায় মাদক কারবারিদের হাতে নিহত হয়েছিলেন বলে র্যাবের সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। এই তরুণ আত্মহত্যা করেছেন বলে এখন জানানোর পর চনপাড়ার প্রসঙ্গ আসার ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।
শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধারের ৪০ দিন পর বুধবার আলাদাভাবে র্যাব এবং ডিবির পক্ষ থেকে বলা হয়, ডেমরায় সুলতানা কামাল সেতুর উপর থেকে এই তরুণ নদীতে ঝাঁপ দিয়েছিলেন।
এই সেতুর কাছেই নদীর পাড়ে চনপাড়া এলাকাটি। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত হলেও তার অবস্থান শীতলক্ষ্যা নদীর ডেমরার পাড়ে সুলতানা কামাল সেতুর উত্তর পাশে। এটি নদীর মাঝে উপদ্বীপের মতো একটি এলাকা। ডেমরা থেকে সেখানে যাওয়ার পথ আছে, একটি সেতু দিয়ে সেখানে যেতে হয়।