পরিবেশজনিত দূষণ, শারীরিক নানা অসুখবিসুখের ফলে ত্বকে তারুণ্যের অভাব দেখা দেয় কম বয়সেই। ঘরোয়া উপায় অবলম্বন করেও অনেক সময় বলিরেখার মতো সমস্যা দূর করা যায় না। ইদানীং তাই কৃত্রিম ভাবে মুখের বলিরেখা দূর করার জন্য অনেকেই ‘বোটক্স’ চিকিৎসা করিয়ে থাকেন।
মুখের অবাঞ্ছিত দাগ, বলিরেখা দূর করতে ব্যবহার করা হয় এই বোটক্স। এ ছাড়াও কাচের মতো স্বচ্ছ ত্বক পেতেও অনেকেই এই চিকিৎসার উপর ভরসা করেন। মূলত হলিউড-বলিউডের তারকাদের মধ্যে এই পদ্ধতি জনপ্রিয় হওয়ার পরই সাধারণ মানুষও ধীরে ধীরে বোটক্সের দিকে ঝোঁকেন। কিন্তু এখনও অনেকের মধ্যেই এই পদ্ধতি নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। তাই কেউ যদি বোটক্স করাতে চান, তার আগে কিছু জিনিস ঝালিয়ে নেওয়া ভাল।