বাড়ির ছাদে ঘুরে ঘুরে দেখুন হাজারো বনসাই

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:৪৬

গাছপাগল হিসেবে পরিচিতি আছে লায়লা আহমেদের। দেড় দশক ধরে রাজধানীর মালিবাগের বাড়ির বিশাল ছাদে গড়ে তুলেছেন অপূর্ব এক ছাদবাগান। আর এই ছাদবাগানের বিশেষ বৈশিষ্ট্য হলো, গাছগুলোর প্রায় সবই বনসাই। লায়লার ছাদে বনসাই আছে হাজারের ওপর।


১৯৯৯ সালে ধানমন্ডিতে প্রথম একটি বনসাইয়ের প্রদর্শনী ঘুরতে যান লায়লা। পুরোনো বাড়ির দেয়াল, তাকজুড়ে বামন গাছ! দেখে চোখ-মন জুড়িয়ে যায়। বাড়িতে ফিরে তিনিও শুরু করলেন। বললেন, ‘প্রথমে তো বইটই ছিল না। প্রশিক্ষণও ছিল না। তাই ডাল ছেঁটে ছেঁটে নিজের মতো করতাম। ভুল থেকে শিখতাম। পরে বইপত্র কিনি। প্রশিক্ষণ নিই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us