যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে নতুন একটি বিল তুলেছেন দেশটির তিন জনপ্রতিনিধি; এর মাধ্যমে নতুন মাত্রা পেল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দ্বন্দ্ব।
খসরা প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে টিকটকের সকল লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আসবে এবং শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মটি বন্ধ হবে সেখানে।
সিএনএন জানিয়েছে, নতুন খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছেন ‘সেনেট ইন্টেলিজেন্স কমিটি’র শীর্ষ রিপাবলিকান সেনেটর মার্কো রুবিও; তার সঙ্গে আছেন আরও দুই জনপ্রতিনিধি। বিলে সরাসরি টিকটক এবং প্ল্যাটফর্মটির মূল কোম্পানি বাইটড্যান্সের নাম উল্লেখ করেছেন তারা।
‘যথেষ্ট প্রভাব বিস্তারে সক্ষম’ বিদেশি প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলো থেকে নিয়ন্ত্রিত এবং প্রতি মাসে অন্তত ১০ লাখ নিয়মিত ব্যবহারকারী আছে এমন সকল সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে খসড়ায়।