শীতে চুলের রুক্ষতা তো দূর হবেই, পাশাপাশি চুল পড়া বন্ধ হবে ভেষজ তেল ব্যবহারে। বিভিন্ন উপকারী ভেষজের নির্যাস সমৃদ্ধ তেল নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঘন ও কালো। চুলের অকালে পেকে যাওয়া রোধ করতেও কার্যকর ভেষজ তেল। বাজারে অনেক ধরনের ভেষজ তেল কিনতে পাওয়া যায়। তবে সর্বোচ্চ উপকারিতা পেতে বাসাতেই বানিয়ে নিতে পারেন এই তেল।
তেল তৈরিতে যা যা লাগবে
২০টি জবা ফুল, ৩০টি নিম পাতা, ৩০টি কারি পাতা, ৫টি ছোট আকারের পেঁয়াজ, ১ চা চামচ মেথি, ১টি অ্যালোভেরার পাতা, ২০টি বেলি ফুল ও ১ লিটার নারিকেল তেল।
যেভাবে তৈরি করবেন
মেথি ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন পানিতে। অ্যালোভেরার পাতা ছোট ছোট করে কেটে নিন। এবার এই দুই উপকরণের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি বড় কড়াইয়ে নিয়ে নারিকেল তেল দিন। কম আঁচে জ্বাল দিন ৪০ থেকে ৪৫ মিনিট। তেলের রঙ সবুজ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন।
যেভাবে ভেষজ তেল ব্যবহার করবেন চুলে
চুল ভাগ করে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুন তেল। ২ থেকে ৩ ঘণ্টা রেখে তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারলে দ্রুত ফল পাবেন।
ভেষজ তেল ব্যবহারের উপকারিতা
- জবা ফুল, কারি পাতা ও পেঁয়াজ চুলের বৃদ্ধি বাড়ায় ও চুল ঘন করতে সাহায্য করে।
- নিম পাতা খুশকি ও উকুনের উপদ্রব দূর করে।
- অ্যালোভেরা ও মেথি চুলে আনে ঝলমলে ভাব।
- বেলি ফুল চমৎকার সুগন্ধ নিয়ে আসে তেলে।
- ভেষজ তেল নিয়মিত ব্যবহার করলে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল।
- চুলের আগা ফাটা প্রতিরোধ করা সম্ভব হয়।
- চুল পড়া বন্ধ হয়।