রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম (তোতা)। গতকাল রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জাহাঙ্গীর ২০১২ সালে রংপুর সিটির সাবেক নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রংপুর সিটির ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ (আরজু) ও জাহাঙ্গীর আলম। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা–সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৭ ডিসেম্বর প্রার্থীদের আপিল শুনানিতেও মালেক নিয়াজের মনোনয়ন বাতিল হয়ে যায়।