আইন বাতিলের দাবি সুচিন্তিত নয়

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:২৩

রাজধানীর গোলাপবাগ মাঠে গত শনিবারের সমাবেশে বিএনপিঘোষিত ১০ দফা দাবিকে সুচিন্তিত মনে করছেন না অনেকেই। বিশেষ করে, বেশ কয়েকটি আইন বাতিলের দাবির ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এসব আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। আইনের অপপ্রয়োগ হলে তার জন্য সেই আইনকে দায়ী করা যায় না। এ ক্ষেত্রে অপপ্রয়োগ বন্ধে সংশ্লিষ্ট আইনগুলো সংস্কার করার দাবি করা হলে অযৌক্তিক হতো না।


এ ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে যে আইন বাতিল করেনি, সেই আইন এখন কেন বাতিলের দাবি জানাচ্ছে, সে প্রশ্নও উঠেছে। কারো কারো মতে, বিএনপির এসব দাবি মানুষের সস্তা সমর্থন আদায়ের অপচেষ্টা। এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান নয়।


গোলাপবাগে বিএনপির ঘোষিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখ রয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, সন্ত্রাস দমন আইন ২০০৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালাকানুন বাতিল করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us