ইন্টারনেটে ওয়েব ব্রাউজিংয়ে বিশ্বের ৬৫ শতাংশ মানুষ গুগল ক্রোম ব্যবহার করে। এ অভিজ্ঞতা উন্নয়নে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে মালিকানা প্রতিষ্ঠান গুগল। এর অংশ হিসেবে এবার ব্যাটারি ও মেমোরি ব্যবহার কমাতে নতুন ফিচার এনেছে সফটওয়্যার জায়ান্টটি। খবর টেকটাইমস।
নতুন এ ফিচারের কারণে এখন ব্রাউজারে একাধিক ট্যাব চালু রাখলেও কোনো সমস্যা হবে না বলে দাবি প্রতিষ্ঠানটির। গুগলের এক ব্লগপোস্টের তথ্যানুযায়ী, নতুন ফিচার বা টুলগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে এবং কোনো সমস্যা ছাড়াই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারবে। গুগলের বরাত দিয়ে সিএনবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সামনের সপ্তাহগুলোয় ক্রোম ১০৮ আপডেটের সঙ্গে সব প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য ফিচারগুলো চালু করা হবে।