পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের নির্বাচনে ঐতিহাসিক জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ জয় ঐতিহাসিক, কারণ ১৯৬২ সালে গুজরাট রাজ্যে প্রথম নির্বাচনের পরে এত বেশিসংখ্যক আসন আর কোনো দল পায়নি। তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের প্রাক্কালে বিজেপির অন্যতম শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০০২ দাঙ্গার স্মৃতি ফিরিয়ে এনে মনে করিয়ে দেন ‘তাদের’ অর্থাৎ মুসলমান সমাজকে সে সময় ‘উচিত শিক্ষা দেওয়া হয়েছিল।’
গুজরাটের সাংবাদিক এবং রাজনৈতিক পর্যবেক্ষকেরা এই প্রতিবেদককে বলেন, এটা একটা নতুন ঘটনা। কারণ, ২০ বছর আগের ওই দাঙ্গার পরে বিজেপি বিষয়টি নিয়ে নির্বাচনের আগে শীর্ষ স্তরে আর কোনো কথা বলেনি। দাঙ্গা নিয়ে তাদের অবস্থানও স্পষ্ট করেনি। কিন্তু এবারের নির্বাচনের আগে তারা তা করেছে।