মাড়ির ক্যান্সারে কারণ ও করণীয়

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ১১:৪৬

আমাদের শরীরের অন্যান্য অংশের মতো মুখ ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে সাধারণত ক্যান্সার হয়ে থাকে। মাড়ির ক্যান্সার অনেক সময় মাড়ির প্রদাহ মনে করে অবজ্ঞা করা হয়।


কারণ


♦ ধূমপান


♦ পান, জর্দা, সাদা পাতা, সুপারি, গুল


♦ অ্যালকোহল


ডেন্টিস্ট দাঁত চেকআপ করতে গিয়ে মাড়ির ক্যান্সার সাধারণত আবিষ্কার করে থাকেন।


উপসর্গ


♦ সাদা লাল অথবা কালো রঙের দাগ


♦ ক্ষতযুক্ত মাড়ি


♦ মাড়ি দিয়ে রক্ত পড়া


♦ মাড়ি শক্ত হয়ে যাওয়া


মাড়ির ক্যান্সার আগে ধরা পড়লে চিকিৎসা করা সহজ হয়। চিকিৎসা ব্যবস্থায় প্রথমে সার্জারি করা হয়।


মাড়ির ক্যান্সারের চিকিৎসার উদ্দেশ্য—


♦ ক্যান্সার নিরাময় করা, যেন তা প্রাণঘাতী না হতে পারে


♦ মুখমণ্ডলের সৌন্দর্য ফিরিয়ে আনা


♦ খাবার চিবিয়ে খাওয়ার ব্যবস্থা সহজতর করা


♦ ক্যান্সার যেন পুনরায় না হতে পারে সেই ব্যবস্থা করা


চিকিৎসা


মাড়ির ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা সাধারণত নির্ভর করে ক্যান্সার কতটুকু ছড়িয়েছে এবং কতটুকু গভীর হয়েছে, সেটার ওপর।


♦ ওপরের চোয়ালে ক্যান্সার হলে ওপরের চোয়ালের আংশিক বা সম্পূর্ণভাবে কেটে ফেলা হতে পারে।


♦ নিচের চোয়ালে ক্যান্সার হলে চোয়াল আংশিক বা সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় ও দরকার হলে গলার আংশিক অংশ লিম্ফগ্রন্থিসহ কেটে ফেলা হয়।


যদি ক্যান্সার খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাহলে রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি অথবা উভয়ই দেওয়ার প্রয়োজন হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us