আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে পুরোদমে চলছে ভোটের প্রচারণা। নয়জন মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর আসনে ২৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ২৭০ জন প্রার্থী কে কত টাকা ভোটগ্রহণ উপলক্ষে ব্যয় করতে পারবেন তা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনী ব্যয়ের বিষয়টি প্রার্থীদের অবহিত করতে ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। এতে সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আতিয়ার রহমান জানান, আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ১৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে ব্যক্তিগত ব্যয় ৭৫ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় হবে ১৫ লাখ টাকা করতে পারবেন। অন্যদিকে, কাউন্সিলর প্রার্থীরা ভোটার সংখ্যার অনুপাতে সর্বোচ্চ ব্যয় করতে পারবেন চার লাখ ৩০ হাজার টাকা।